বাউফলে জৈনপুর পীর ছাহেব হুজুরের ৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিল
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: || ৮:৫৩ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৬, ২০২৩
পটুয়াখালীর বাউফলে জৈনপুর পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা ওয়া মোর্শদেনা হাফেজ শামসুল আরেফীন সিদ্দিকী আল কুরাইশীর আব্বা হুজুর হযরত মাওলানা সামার আহমে¥দ সিদ্দিকীর মৃতবার্ষিকী উপলক্ষে ৪৮ তম বার্ষিক ওয়াজ মাফিল আগামী কাল সোমবার বাদ আছর বাউফল ইউনিয়নের বিলবিলাস আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসীহত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা ডঃ সৈয়দ মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী আল কুরাইশী।
আলহাজ্ব হযরত মাওলানা ওয়া মোর্শদেনা হাফেজ শামসুল আরেফীন সিদ্দিকী আল কুরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি ও এ.ভি.আর গ্রæপ বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ হাসীব আলম তালুকদার। এ ছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট ওলামায়ে কেরামগন। ওয়াজ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।