ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গলের (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের এফিলিয়েটেড) উদ্দ্যোগে এবং অপসোনিন ফার্মা লিমিটেডের সহযোগিতায় শ্রীমঙ্গলে তৃতীয় ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামে আজ শুক্রবার দিনব্যাপী এ ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। হার্ট ক্যাম্পে মৌলভীবাজারের কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং হবিগঞ্জের চুনারুঘাট, নবীগঞ্জ, বাহুবল সহ দুর-দুরান্ত থেকে রোগীরা আসেন। হার্ট ক্যাম্পে প্রায় ১০০ রোগীকে স্বাস্থ্যসেবা দেয়া হয়। একই সাথে ফ্রি ইসিজি ও বিভিন্ন রক্ত পরিক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেয়া হয়।
হার্ট ক্যাম্পে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন হার্ট ফাউÐেশন শ্রীমঙ্গলের সাধারন সম্পাদক, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বিএমএ‘র শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সহ-সভাপতি ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক জহর তরফদার, অবিনাশ আচার্য, সাংগঠনিক সম্পাদক দেবব্রত দত্ত হাবুল ও সদস্য ডাঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
রোগী দেখেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের (ঢাকা) এমডি (কার্ডিওলজি) ডা. ফৌজিয়া খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন, (ঢাকা) ডা. মোহাম্মদ আলী ভূইয়া জয়, স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. দিনেশ সূত্রধর।