শিক্ষার্থীদের কাছে টাকা নিয়ে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে গ্রেফতার ৪

কম্পিউটারে নেট সংযোগ দিয়ে মানুষকে সেবা দেওয়ার আড়ালে অবৈধ ব্যবসা করত তারা ৪ ব্যক্তি । টাকার বিনিময়ে স্কুল শিক্ষার্থীদের দিত পর্নোগ্রাফি ভিডিও। এতে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এলাকার যুবক ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ পর্নোগ্রাফি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হল-নাটোর সদর উপজেলার সিংহারদহ এলাকার মোঃ খেজুরের ছেলে রেন্টু আলী (৩২), লোটাবাড়িয়া মধ্যপাড়ার জয়নাল আবেদীনের ছেলে রকি পারভেজ (২৪), রামনগর এলাকার নুর ইসলামের ছেলে মামুন অর রশিদ (২৬) ও হয়বতপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে মাসুদ রানা (৫০)।

নাটোর র‌্যাব ক্যম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই ৪জনকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের ৪টি সিপিইউ,৮টি হার্ডডিক্স, ৪টি মনিটরসহ কম্পিউটার চালনার অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়। তারা জব্দ করা আলামতে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছিল।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, ওই ঘটনায় নাটোর সদর থানায় ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন’- এ মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *