পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করেছে দিনাজপুরের চার রোভার

‘বিদ্যুৎ অপচয়ে মুক্তি মেলে,প্লাস্টিক বর্জন করুন, জলবায়ু রক্ষা করুন, মাটির শত্রু পলিথিন, বিকল্প ব্যবহার বেঁছে নিন’ এমন স্লোগানে ১৫০ কিলেমিটার রাস্তা পায়ে হেটে পরিভ্রমন করেছে দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের রোভার শামিম আহমেদ, এসএম জুলফিকার আলি, সাকিব আহমেদ ও আসিফ হাসান সাকিব।
গত শুক্রবার সকালে দিনাজপুর থেকে পরিভ্রমণ শুরু করে গত মঙ্গলবার বিকেলে তারা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে পরিভ্রমণ শেষ করে। যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করে। একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ অপচয়ে সচেতনতা, দূর্নীতি রোধ, প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা, পলিথিনের বিকল্প ব্যবহারে সচেতনতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালায়। উল্লেখ্য, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ প্রাপ্তির লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ২৫০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়। যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *