ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

যুবলীগ থেকে রফিকুল ইসলাম পিন্টু’র পদত্যাগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - || ১০:৩৫ পূর্বাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৯, ২০২৩

শারীরিক অসুস্থতা ও পারিপারিক কারন দেখিয়ে ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক’র পদ থেকে পদত্যাগ করেছেন রফিকুল ইসলাম পিন্টু । শনিবার(১৮ ফেব্রুয়ারি) তার নিজের ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

শারীরিক অসুস্থতা ও পারিপারিক কারন দেখিয়ে পদত্যাগ করলেও ভালুকা উপজেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পেতে তৃনমূলে গুঞ্জন রয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যন রফিকুল ইসলাম পিন্টু বলেন,আমি দীর্ঘদিন ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ছাত্রলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। তিনি আরো বলেন তৃনমূলের ভোটে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান হিসেবে তৃণমূলের মানুষের সেবা দিয়ে আসছি। তৃণমূলের নেতাকর্মীরা চান আওয়ামী লীগে কাজ করেন তিনি। সে জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী।
আমি চাই সংগঠনের মধ্যে যারা ত্যাগী রয়েছেন তারাই যেন সে পদে সুযোগ পায়। সে জনই স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক