ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৩:০৩ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৫, ২০২৩

গত ২৪ ঘন্টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজও দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ বুধবার সকাল ৬ টা ও ৯ টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস এ তথ্য জানিয়ে বলেন, আজ দুপুর ১২ টায় শ্রীমঙ্গলে বাতাসের গতিবেগ ছিল ২ নটিক্যাল মাইল অর্থাৎ ৩.৭১ কিলোমিটার এবং সকাল ৯ টায় বাতাসের আর্দ্রতা ছিল ১১ শতাংশ।
ফাল্গুনে এসেও শ্রীমঙ্গলে শীত বিরাজ করছে। দেশের অনেক স্থান থেকে শীত বিদায় নিলেও দেশের চা শিল্পাঞ্চল এলাকা ও শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে এখন ও রাতের বেলায় শীত অনুভুত হচ্ছে। দিনের বেলায় সুর্যতাপে বেশ গরম অনুভুত হলেও সন্ধ্যা নামার সাথে সাথে অনুভুত হতে থাকে শীত। রাতে বেশ শীত অনুভুত হচ্ছে।
শ্রীমঙ্গলে গতকাল মঙ্গলবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২০ জানুয়ারি এখানে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত ১৯ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা আবহাওয়া অফিস জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রæয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৫.২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক