শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময়

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সকল স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

আজ সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানিয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারি কমিশনার ( ভূমি) সন্ধীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. কামাল হোসেন, মো. কদর আলী, শিবেন্দ্র কুমার পাল, এস এম ইয়াহিয়া প্রমুখ।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের সবর্স্তরের ব্যবসায়ী, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *