পুলিশ এসোসিয়েশনের নতুন কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার আবদুর রকিব
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জঃ || ৮:০২ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১০, ২০২৩
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্যপদে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম, পিপিএম(বার)।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধায় ৬টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ড্রিস্ট্রিক্ট পুলিশ চাঁপাইনবাবগঞ্জ’ নামক পেইজের মাধ্যম এই তথ্য জানা যায়।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত উৎকর্ষ আনয়নে ও সমস্যার সমাধানে এ এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার এবং ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম-বার সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত হন।