ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পাইকগাছায় হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধিঃ || ৭:১৫ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১০, ২০২৩

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা ও পৌরসভা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি রবীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ ও প্রণব কান্তি মন্ডল, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার ও সাধারন সম্পাদক দেবব্রত রায় (দেবু)। ঐক্য পরিষদের উপজেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম মন্ডল, সাংগঠনিক সম্পাদক অখিল মন্ডল, দীপংকর মন্ডল, চিত্ত রঞ্জন বাছাড়, সাংবাদিক প্রমথ রঞ্জন সানা ও বিভাসেন্দু সরকার, রিংকু রায়, শংকর দেবনাথ, তপন বাইন, কালিপদ মন্ডল, সঞ্জয় সরদার, গৌতম রায়, প্রণব কুমার সরদার, দিলীপ কুমার ঢালী, সাংবাদিক জগদীশ দে, পঞ্চানন সানা, বিমল কৃষ্ণ সরকার, মানব কুমার সানা, কনেক চন্দ্র সরদার, দেবব্রত কুমার মন্ডল, ইউপি সদস্য মেরী রাণী সরদার, মধুসুধন হালদার, পরিমল চন্দ্র মন্ডল, সুবোধ চন্দ্র রায়, ইউপি সদস্য অরবিন্দু কুমার মন্ডল, দুলাল মন্ডল, প্রশান্ত মন্ডল, রাজেশ কুমার মন্ডল, দিলীপ সেন, রবীন্দ্র নাথ রায়, যুগোল কৃষ্ণ সানা, প্রবীর কুমার পোলদার, আশুতোষ মন্ডল, আশিষ কুমার দত্ত, ম্যামাপদ মন্ডল, সুকুমার মন্ডল, সঞ্জিব মন্ডল, মহাদেব বাছাড়, শ্যামা প্রসাদ সানা, গোবিন্দ লাল বাছাড়, কানাই লাল সরকার, অজিত কুমার বিশ্বাস, অরবিন্দু কুমার সানা, প্রবোধ কুমার মন্ডল, সঞ্জিব চক্রবর্তী, পুলিষ বিহারী মন্ডল, মৃন্ময় মন্ডল, সুমন কুমার দত্ত, কৃষ্ণপদ সানা, সমারেশ সানা, বিপ্লব কুমার সরকার, প্রকাশ চন্দ্র মন্ডল, নিউটন মিস্ত্রী, তাপস কুমার মন্ডল, পরেশ সরকার, নিলাদ্রী শেখর সরদার, সন্দীপ কুমার মন্ডল, বাবুমান্না দে, বিধান চন্দ্র সানা।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com