জামালপুরে র‍্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে শ্বাশুড়িকে হত্যার দায়ে মেয়ের জামাতাকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৪ এর সদস্যরা।
বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর র‍্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গত বুধবার ভোরে মেলান্দহ উপজেলার টগারচর মধ্যপাড়া এলাকার বাসিন্দা আজিজুল হক তার গোয়াল ঘরে স্ত্রী মোছা.সুরাইয়া খাতুনের গলাকাটা মৃতদেহ পরে থাকতে দেখেন। এ ঘটনায় ওই দিনই আজিজুল হক বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব মামলাটির ছায়া তদন্ত শুরু করে।
পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে র‍্যাবের একটি দল ওই দিন বিকালে মেলান্দহ উপজেলার টুপকার চর এলাকায় অভিযান চালিয়ে নিহতের জামাতা মোঃ আসাদ মিয়া(২৮)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসাদ মিয়া ওই এলাকার মোঃ রইজ উদ্দিন মন্ডলের ছেলে।
গ্রেফতারকৃত আসাদ মিয়া জানান, বিয়ের পর থেকেই স্ত্রী মোছাঃ রোকিয়া খাতুনের(২২) সাথে তার নানা কারনে পারিবারিক কলহ চলে আসছিল। এসব কলহের কারন হিসেবে তিনি তার শ্বাশুড়িকেই দায়ি করেন এবং সুযোগ বুঝে ধারালো কঁাচি দিয়ে তাকে হত্যা করেন বলে জানান।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *