মতলব উত্তরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৩
সুমন আহমেদ : || ৭:১৬ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৮, ২০২৩
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে আঃ বারেক ছৈয়ালের ছেলে আলাউদ্দিন, ও কামাল উদ্দিন কে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
উক্ত বিষয়ে আলাউদ্দিনের স্ত্রী জোহরা ইসলাম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়,তারপর ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৩৫৪/৪২৭/৫০৬ ধারায় মামলা রেকর্ড করে করে মামলা নং ০৫।
অভিযোগ সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে আলাউদ্দিনের
ক্রয়কৃত জমিতে যাওয়ার জেরধরে একই গ্রামের আঃ সোবাহান বাগের ছেলে মিঠু বাগ,রাকিবুল ইসলাম বাগ,মোহাম্মদ আলী বাগ,রানি বেগম,তানিয়া আক্তার,ইকরামুল হাসান,ও সোবাহান বাগ সহ অজ্ঞাত নামা আরো ৩/৪জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে আলাউদ্দিন ও কামাল উদ্দিন কে হত্যার চেষ্টা করে।
তাছাড়া ১,২,ও ৩ নং বিবাদীসহ আরো নাম নাজানা ৩/৪ জনকে নিয়ে বাড়ীর পাশে বসে নেসা মাদক সেবন করে। আমাদের জমিতে গেলে, অশ্লিল ভাষায় কথাবার্তা ও অঙ্গভাঙ্গী করে। এ বিষয়ে বিবাদীদের বাধা দিলে , তারা বাধার তোয়াক্কা না করে অশ্লিল আচার আচরন ও হুমকি ধমকি দেয়।
এ বিষয়ে বাদী জোহরা ইসলাম বলেন, ঘটনার দিন আমার স্বামী ও আমার দেবর আমাদের ক্রয়কৃত জমিতে গেলে, সকল বিবাদীরা আমার স্বামী ও দেবরকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঠি সোটা,সাবল, রড দিয়া মারধর করে ও লোহার দাড়ালো ছেনা দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে রক্তাক্ত ও জখম করে। তাকে খুন করার জন্য লোহার সাবল ও দাড়ালো ছেনা দিয়ে বারি মারলে, ২নং স্বাক্ষী কামাল উদ্দিন ডান হাতে প্রতিহত করে তখন বিবাদীরা সকলে মিলে মাটিতে ফেলিয়া রক্তাক্ত জখম করে। পরে আমার স্বামী ও দেবর চিৎকার দিলে, আশ পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বাদী জোহরা ইসলাম বলেন, আমি খবর পেয়ে এসে বিবাদীকে জিজ্ঞােস করলে বিবাদী আমার সাথে মারমুখী আচরন করে আমার পরিহত কাপড় ছিড়িয়া শ্লীলতাহানি করে ও আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনাইয়া নিয়ে যায়। আমি যদি আইনের আশ্রয় নেই তাহলে আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে খুন করে লাশ গুম করবে বলে প্রকাশ্য হুমকি দেয়। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন,এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে, তদন্ত করে আইনানোগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।