ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

দিরাইয়ে জমি দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি || ৫:০৭ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৮, ২০২৩

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের জালাল উদ্দিন চৌধুরী ডনেল কর্তৃক গ্রামের প্রায় ২০ একর পতিত জমি জবর দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় কুলঞ্জ গ্রামবাসির আয়োজনে গ্রামের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত কৃষক শ্রমিকসহ বিভিন্ন স্থরের লোকজন অংশ নেন।
নজরুল ইসলাম চৌধুরী সাবান মিয়ার সভাপতিত্বে ও শিপার শামস চৌধুরী মাফির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,গ্রামের প্রবীন মুরুব্বী সেলিম আহমদ চৌধুরী,আবু সালেহ চৌধুরী,মিজান চৌধুরী,আব্দুস শহীদ চৌধুরী,সাবেক ইউপি সদস্য মাসুক মিয়া তালুকদার,বর্তমান ইউপি সদস্য মাহবুব চৌধুরী,সোহেল শামস চৌধুরী,লুদু মিয়া চৌধুরী,শামীম চৌধুরী,আহাদ মিয়া তালকদার,ফয়সল আহমদ চৌধুরী,আলাউর রহমান তালুকদার,জসিম উদ্দিন তালুকদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন,আসাদ মিয়া চৌধুরী,জুনেদ চৌধুরী,জাকারিয়া চৌধুরী,আবুল বশর তালুকদার,আলী হোসেন তালুকদার।
বক্তারা বলেন,কুলঞ্জ গ্রামের ভূমিখেকো জালাল উদ্দিন চৌধুরী ডনেল,গ্রামবাসির গোচারণ ভূমিসহ পঞ্চায়েতি প্রায় ২০ একর পতিত জমি পেশীশক্তির জোরে দখল করে নিয়ে উল্টো গ্রামবাদির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও করছেন। অবিলম্বে ডনেল কর্তৃক দখলকৃত জায়গা উদ্ধারসহ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com