লালমনিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেল কলেজ ছাত্রের

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় হাফিজুল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

রোববার (০৫ফেব্রুয়ারি) রাত ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে রোববার সকালে হাতীবান্ধার নওদাবাস এলাকায় এ সড়ক দুর্ঘটনায় আহত হয়।

নিহত হাফিজুল ইসলাম (২২) হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের জসীর উদ্দীনের ছেলে। সে বড়খাতা ডিগ্রী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি মোটরসাইকেল অনলাইনে মালা মাল ডেলিভারি করার চাকরি নেয়।

পুলিশ ও স্থানীয় স্থানীরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে হাতীবান্ধা থেকে দইখাওয়া যাওয়ার পথে নওদাবাস এলাকায় একটি মাইক্রোবাস কে সাইড দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আটটার দিকে মারা যান।

পারুলিয়া তফসিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম বলেন, সে অনেক ভালো ছাত্র ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ আনার প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *