নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় ডোবার পানিতে ডুবে মোঃ ইউসুফ হোসেন(২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকালের দিকে উপজেলার পশ্চিম মাধনগর শেখপাড়ায় এ ঘটনা ঘটে। ইউসুফ ওই গ্রামের বাসিন্দা শাহিনুর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সবার অজান্তে বাড়ি পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায় ইউসুফ। পরে বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবা থেকে ইউসুফকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
ইউসুফকে মাধনগর উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *