হারানো মোবাইল উদ্ধার করে হস্তান্তর করলেন দৌলতপুর থানা পুলিশ 

মানজারুল ইসলাম খোকন দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুরে পাঁচ টি হারানো মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকের নিকট হস্তান্তর করলেন দৌলতপুর থানা পুলিশ। শনিবার দুপুরে দৌলতপুর থানায় এসব মোবাইল প্রকৃত মালিকগনের নিকট হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন,  বিভিন্ন সময়ে মোবাইল হারানোর বিষয়ে দৌলতপুর থানায় পাঁচটি জি ডি হয়। জি ডি হওয়ার সাথে সাথে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম   খায়রুল আলমের নির্দেশনায় আমার নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস দল। যার সার্বিক দেখাশনা করেন সঙ্গীয় অফিসার নিয়ে  এ এস আই হুমায়ুন কবির।
এ এস আই হুমায়ুন কবিরের সহযোগিতায় পাঁচ টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত মোবাইল একটি রিয়েলমি, তিনটি  ভিভো ও একটি আইটেল।
জি ডি মূলে উদ্ধারকৃত মোবাইলের  মালিক, মোহাম্মদ হোসেন, রিফাত আলী,  রাকিব হোসেন, মোহাম্মদ ছুটন ও মিজানুর রহমান এর  নিকট হস্তান্তর করা হয়।
এ সময় অফিসার ইনচার্জ মজিবুর রহমান আরও বলেন,  পুলিশ সকল সময় মানুষের কল্যানে কাজ করে আসছে, ভবিষ্যতেও কাজ করে যাবে।
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *