মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল বাদাউই মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৮৫ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী।
সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরটি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার জামাতা খাইরি জামালুদ্দিন। তিনি লেখেন, আল্লাহ তার আত্মার শান্তি দান করুন এবং তাকে সৎকর্মশীলদের মধ্যে স্থান দিন।
জানা যায়, পেনাংয়ের বায়ান লেপাসে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন আব্দুল্লাহ আল বাদাউই। ডা. মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। প্রধানমন্ত্রী থাকাকালে জাতীয় মানব মূলধন নীতি চালু করার পর তিনি মালয়েশিয়ার ‘মানব মূলধন উন্নয়নের জনক’ উপাধি অর্জন করেন।
সাম্প্রতিক বছরগুলোতে ডিমেনশিয়ার কারণে আবদুল্লাহ বাদাউইয়ের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, যা তার পরিবারের সদস্যদের নামসহ তার স্মৃতিশক্তিকে প্রভাবিত করেছিল। তিনি তার স্ত্রী জিন আবদুল্লাহ এবং দুই সন্তান, নুরি এবং কামালউদ্দিনকে রেখে গেছেন।