ভারত ও নেপালে বজ্রাঘাতে অন্তত ৬৯ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্য ও পার্শ্ববর্তী নেপালে অস্বাভাবিক তীব্র বজ্রপাতের ফলে চলতি সপ্তাহে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা শনিবার এই কথা জানিয়েছেন।

প্রতি বছর আকস্মিক বন্যা ও বজ্রপাত হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে চরম আবহাওয়া পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিচ্ছে।

বিহারের দুর্যোগ কর্তৃপক্ষ শনিবার জানায়, বৃহস্পতি ও শুক্রবার তীব্র বজ্রপাত ও বজ্রপাতের ফলে কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে। এর আগে বুধ ও বৃহস্পতিবার বজ্রপাতে প্রতিবেশী নেপালে আরো আটজন নিহত হয়েছে বলে দেশটির দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে শনিবার আবারও বিহারে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে। বিশেষজ্ঞরা গত বছর সতর্ক করে দিয়েছিলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে মারাত্মক বজ্রপাতের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

যার ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে প্রতি বছর প্রায় এক হাজার ৯০০ মানুষ মারা যায়।
পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গবেষকদের একটি দল জানিয়েছে, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে এক লাখ এক হাজার ৩০৯ জন মারা গেছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এ হার নাটকীয়ভাবে বেড়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *