‘৩ মাস আগে গাজা উপত্যকার প্রধানমন্ত্রী নিহত হয়েছেন’

মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার এমন দাবিই করেছে। তারা বলছে, তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহা, হামাস কর্মকর্তা সামেহ আল-সিরাজ এবং সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। হামলায় এই তিনজনের মৃত্যু হয়েছে বলে এখন নিশ্চিত হওয়া গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, ওই হামলা চালানোর সময় রাহী মুস্তাহাসহ তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সুড়ঙ্গে অনেক সুযোগ-সুবিধা এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রশদ ছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজার প্রধানমন্ত্রীসহ তিনজনকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। হামলায় তারা তিনজনেরই মৃত্যু হয়। হামাস নিজেদের যোদ্ধাদের মনোবল যেন না ভাঙে সেজন্য এতদিন এই তথ্য গোপন রেখেছিল বলেও দাবি করেছে ইসরায়েল।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *