লেবাননে ইসরায়েলি হামলায় হামাসের প্রধান নিহত

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, লেবাননভিত্তিক হামাসের প্রধান নেতা ফাতেহ শেরিফ আবু এল-আমিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হয়েছেন।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস। খবর বিবিসির।

বিবৃতিতে হামাস জানিয়েছে, তাদের লেবানন গ্রুপের নেতা ফাতেহ শেরিফ আবু এল-আমিন দক্ষিণ লেবাননের আল-বাস ক্যাম্পে নিজ বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লেবানিজ ন্যাশনাল নিউজ এজেন্সি আজ সোমবার দক্ষিণের শহর টায়ারের কাছে আশ্রয় শিবিরে বিমান হামলার খবর জানিয়েছে।

হামাস যদিও ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী, তবে লেবাননেও তাদের উপস্থিতি রয়েছে। হামাস এবং হিজবুল্লাহ উভয়ই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ইরান তাদের অর্থায়ন করে থাকে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *