মিরাজকে ভবিষ্যতের সাকিব মনে করছেন হাথুরুসিংহ

ভারতের সাথে সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের এই দুই অলরাউন্ডারের নাম বেশ উচ্চারিত হচ্ছে। চেন্নাইয়ের লাল মাটির উইকেটে তাদের দুজনের বোলিংই বাংলাদেশের জন্য হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। আবার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতেও তাদের ভূমিকার দিকে তাকিয়ে থাকবে দল।

ভারতের চেন্নাইয়ে আজ এই দুজনকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে হাথুরুর কণ্ঠে উচ্ছ্বাস ঝরে পড়েছে। এত দিন ধরে সাকিবকে দেখে মুগ্ধ হওয়ার কথা বলেছেন হাথুরু। আর মিরাজকে তিনি অভিহিত করেছেন বাংলাদেশ দলের ‘ভবিষ্যতের সাকিব’ বলে।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সাকিব আল হাসান পেয়েছেন ৫ উইকেট। দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেটগুলো নিয়েছেন সাকিব। মেহেদী হাসান মিরাজ দুই টেস্ট মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট।

ব্যাট হাতেও দুই টেস্টে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন মিরাজ—প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ১৭৯ বলে করেছেন ৭৭ রান। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর লিটন দাসের সঙ্গে জুটি বেঁধে তুলেছেন রেকর্ড ১৬৫ রান। আউট হওয়ার আগে ১২ চার ও ১ ছয়ে ১২৪ বলে করেছেন ৭৮ রান। দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ-সেরা খেলোয়াড়ও মিরাজই।

তবে সাকিবের ক্যারিয়ারও সায়াহ্নে চলে এসেছে। একসময় তিনিও বিদায় বলবেন। তখন তার এই ভূমিকাটা কে নেবেন? এই জায়গায় মেহেদী হাসান মিরাজের একটা বড় ভূমিকা দেখেন হাথুরু। মিরাজকে নিয়ে হাথুরুর কথা, ‘আমার কাছে সে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে (ভবিষ্যতে) সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *