পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২

পাকিস্তানের কাহুতা শহরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২২ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। দ্য ডনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) ২৬ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী একটি বাস কাহুতা থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী কর্তৃপক্ষ রেসকিউ ১১২২ এর কর্মকর্তা উসমান গুজ্জার বলেন, কাহুতার আজাদ পত্তন রোডের গিরারি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, মরদেহগুলো কাহুতা তেহসিল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ৬ জন নারী ও ১ শিশু রয়েছে।

এদিকে পৃথক দুর্ঘটনায় দেশটির মাকরান উপকূলীয় হাইওয়ে থেকে বাস উল্টে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জনের বেশি। তীর্থযাত্রী নিয়ে বাসটি ইরান থেকে পাঞ্জাবে যাচ্ছিল। পথিমধ্যে বেলুচিস্তানের হাব শহরে দুর্ঘটনার কবলে পড়ে।

আহত এক যাত্রী আলী হাসান জানিয়েছেন, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল।

লাসবেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) নাভিদ আলম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, সামরিক বাহিনী, রেসকিউ ১১২২ ও অন্যান্য বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

উভয় ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারা আহতদের চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *