২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত

স্বাধীনতা দিবসের দিন স্বপ্নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাজধানী দিল্লির লাল কেল্লায় নিজের ভাষণে অলিম্পিক আয়োজন করার কথা জানিয়েছেন তিনি। আগামী ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। আগামী দুই অলিম্পিক কোথায় হবে তা আগেই নিশ্চিত হয়েছে।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বিপরীতে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হবে ২০৩২ অলিম্পিক। ২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ভারত কাজও শুরু করে দিয়েছে বলে জানান মোদি। স্বাধীনতা দিবসের ভাষণে অলিম্পিক আয়োজনের বিষয়ে মোদি বলেছেন,‘২০৩৬ অলিম্পিক আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।

জি-২০ সম্মেলন আয়োজন করেছি। এতে প্রমাণিত হয়েছে যে, ভারতের বড় মাপের কোনো ইভেন্ট আয়োজনের সক্ষমতা রয়েছে।’
সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিকে ভারত ৬টি পদক জিতেছে। ১ রুপার বিপরীতে ৫ ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলেটরা।

অলিম্পিকে অংশ নেওয়া সকল অ্যাথলেটকে অভিনন্দন জানিয়েছেন মোদি। ভারতের এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ২০১০ সালের কমনওয়েলথ গেমস। ৭৭ দেশের ৪ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিয়েছিল কমনওয়েলথ গেমসে। এছাড়া ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও আয়োজন করেছিল তারা।
২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় সৌদি আরব, কাতার, তুরস্ক এবং মিশরও। কারা আয়োজক হতে পারে সেটা আগামী বছর জানাবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *