মারা গেছেন ফিফার সাবেক প্রেসিডেন্ট

না ফেরার দেশে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সাবেক প্রেসিডেন্ট ঈসা হায়াতু। তার বয়স হয়েছিল ৭৭ বছর। শুক্রবার (৯ আগস্ট) এপির বরাতে খবরটি জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্যারিসে অলিম্পিক আয়োজনের সময় হায়াতু মারা যান।

তিনি ২০১৫ চার মাসের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, ফিফাকে দুর্নীতিবিরোধী সংস্কারের দিকে চালিত করতে এবং একটি নির্বাচন আয়োজন করেন, যা ইনফ্যান্টিনোকে প্রেসিডেন্ট পদে বসায়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘সাবেক সিএএফ সভাপতি, প্রাক্তন ফিফার সভাপতি, অন্তর্বর্তীকালীন ফিফার ভাইস প্রেসিডেন্ট এবং ফিফা কাউন্সিলের সদস্য ঈসা হায়াতুর মৃত্যুর কথা শুনে দুঃখিত। তিনি একজন উৎসাহী ক্রীড়া অনুরাগী ছিলেন।

তিনি তার জীবন ক্রীড়া প্রশাসনের জন্য উৎসর্গ করেছিলেন। ফিফার পক্ষ থেকে তার পরিবার, বন্ধু, প্রাক্তন সহকর্মী এবং যারা তাকে চিনতেন তাদের প্রতি সমবেদনা জানাই। শান্তিতে থাকুন। হায়াতু ২০১৭ সালে মাদাগাস্কারের আহমাদ আহমেদের কাছে হেরে সিএএফ প্রধান হিসেবে তার ২৯ বছরের রাজত্বের অবসান ঘটে।

যিনি ইনফান্তিনো সমর্থিত ছিলেন। হায়াতু একটি বিশিষ্ট ক্যামেরুন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার ভাই সাদু ১৯৯১-৯২ সালে ক্যামেরুনের প্রধানমন্ত্রী ছিলেন। উল্লেখ্য, হায়াতু ২০১৬ সাল পর্যন্ত মোট ১৫ বছর ধরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ছিলেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *