দরগা সংস্কারের জন্য দেড় কোটি টাকা দান করলেন অক্ষয়

মুম্বাইয়ের হাজী আলী দরগা সংস্কারের জন্য মোটা অঙ্কের অর্থ দান করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বৃহস্পতিবার (৮ আগস্ট) দরগা পরিদর্শন করেন অক্ষয়। দরগার অফিশিয়াল ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ইনস্টাগ্রাম একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, অক্ষয় কুমার ঘুরে ঘুরে দরগা দেখছেন। কর্তব্যরতকর্মীদের সঙ্গে ছবিও তোলেন তিনি।

ভিডিওর ক্যাপশনে জানানো হয়েছে, ‘সুপারস্টার অক্ষয় কুমার হাজী আলী দরগার একটি অংশ সংস্কারের দায়িত্ব নিয়েছেন। এজন্য ১ কোটি ২১ লাখ রুপি দান করেছেন (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার বেশি)। ভিডিওটি অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর অক্ষয়ের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

অক্ষয় অভিনীত সর্বশেষ সিনেমা ‘সারফিরা’। চলতি মাসের ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। সুধা কংগারা পরিচালিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৮০ কোটি রুপি। প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অক্ষয় অভিনীত এ সিনেমা আয় করে ৩০ কোটি রুপি। এ সিনেমার প্রযোজকদের লোকসান গুনতে হয়েছে ৫০ কোটি রুপি।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *