টেকনাফে নৌকাডুবির ঘটনায় ৩১ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে, গত মঙ্গলবার ১৪ ও বুধবার ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে নৌকাযোগে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ঢেউ ও ঝড়ের কবলে পড়ে দুটি রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে যায়। পরে নাফ নদী ও বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা থেকে ৩১ জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহতের মধ্যে ১৩ নারী, ১৫ শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশগুলো দাফনের ব্যবস্থা করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করলে পুশব্যাক করা হবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *