হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) হামাসের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নতুন প্রধানের নাম ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করেছে হামাস। বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে ইসলামি প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হবেন।

গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। একই হামলায় তার একজন দেহরক্ষীও নিহত হয়েছেন।

এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরান, হিজবুল্লাহ ও হামাস ইসরায়েলকেই দায়ী করেছে। ইসরায়েল এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

হানিয়া নিহত হওয়ার পর তার পদে কে বসবেন, তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। এতদিন অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ইয়াহিয়া সিনাওয়ারকেই হামাসের প্রধান করা হলো।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ৬১ বছর বয়সী ইয়াহিয়াকে সন্দেহ করে ইসরায়েল। সেই ইয়াহিয়াই এখন হামাসের প্রধান।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *