চাঁদপুরে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলা, আহত অন্তত ২০

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচি পালনে দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগ। প্রথমে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরে বাস স্ট্যান্ড এলাকায় হামলা চালায়। হামলায় অন্তত ২০শিক্ষাথী আহত হয়। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় কর্মসূচি পালনে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়ে মারধর করে । শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। চুল ধরে টানাটানি করেছে। দেশীয় অস্ত্র লাঠি সোটা দিয়ে দেধড়ক মারধর করেছে।

এক পর্যায়ে শিক্ষার্থীরা নির্ধারিত কর্মসূচি পালন করতে না পারলেও জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত পাশে সড়কে অবস্থান নেয়। অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সড়কের বিপরীত দিকে দাঁড়িয়ে থাকে।

পুলিশ কয়েকটি অটোরিক্সা এনে ছাত্রছাত্রীদেরকে জোরপূর্বক উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা বৃষ্টি উপেক্ষা করেই সড়কে অবস্থান নেয়। কর্মসূচি পালনে শিক্ষার্থীরা প্রস্তুতি নিলেও ছাত্রলীগের বাধা মুখে তা পন্ড হয়ে যায়। পরে বিকেল সোয়া চারটায় আন্দোলনকারীরা চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে মিছিল নিয়ে বাস স্ট্যান্ড এসে অবস্থান নেয়। ৯দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময়ে আবারো ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং ইটপাটখেল ছুঁড়ে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে।

এদিকে গত ১৯ জুলাই চাঁদপুর, হাজিগঞ্জ ও শাহারাস্তিতে সংসতার ঘটনায় পুলিশের ৭টি দায়ের করা মামলায় এখন পর্যন্ত বিএনপি জামাতের ৭৭জন নেতা কর্মীকে আটক করেছে। ৩০ জুলাই এদের মধ্যে ১জনকে ১দিনের রিমান্ড এবং পাঁচজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদে র জন্য আদেশ দিয়েছেন চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *