ধর্ষণের অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল

ময়মনসিংহের হালুয়াঘাটে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় এলেন ইসমাইল হোসেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ।

আটক ইসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানী কান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় একজন অনলাইন কনটেন্ট ক্রিয়েটর।

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সোমবার (৮ জুলাই) রাতে এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

ওই নারী অভিযোগে উল্লেখ করেন, আনুমানিক এক বছর আগে ইসমাইল তাকে বিয়ে করেন। তবে বাড়িতে তুলে নেননি। তাকে অনেকবার বলার পরও কোনো পাত্তা না দেয়ায় তিনি ধর্ষণের অভিযোগ করেন।

এসআই মো: সাইদুজ্জামান আরো বলেন, ইসলামইল হোসেন পুলিশ হেফাজতে আছেন। তবে ওই নারী এখনো বিয়ের কোনো কাগজ দেখাতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *