ভূমিধসে ইন্দোনেশিয়ায় ১১ জনের মৃত্যু, নিখোঁজ ১৯ জন

ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনায় ইন্দোনেশিয়ায় কমপক্ষে ১১ জন মারা গেছে এবং আরো ১৯ জন নিখোঁজ রয়েছে। ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় দ্বীপ সুলাওয়েসিতে একটি অবৈধ সোনার খনির কাছে এ ঘটনা ঘটে। সোমবার দেশটির একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জজুড়ে লাইসেন্সবিহীন অনেক খনি রয়েছে।

স্থানীয়রা যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই স্বর্ণর সন্ধানে সেখানে কাজ করে। প্রবল বৃষ্টিপাতের পর গত শনিবার গভীর রাতে গোরোন্তালো প্রদেশের বোন বোলাঙ্গো জেলার প্রত্যন্ত গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান হেরিয়ান্তো বলেছেন, ‘মৃত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচজন বেঁচে গেলেও তারা আহত হয়েছেন।

তিনি আরো জানান, আরো তিনজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি এবং ১৯জন এখনও নিখোঁজ হয়েছেন। তিনি বলেন, এলাকার বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে এবং দুর্গম পার্বত্য অঞ্চলের জন্য কারণে পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলে যেতে হচ্ছে উদ্ধারকারীদের। পুলিশ অফিসার ও সেনাসহ উদ্ধার অভিযানের অন্তত ১৮০ জনকে মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। ইন্দোনেশিয়া নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে সাধারণত ভূমিধসের ঘটনা ঘটে।

তবে জুলাই শুষ্ক মৌসুম এবং এই সময় ভারী বৃষ্টিপাত বিরল। গত মে মাস দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ভূমিধস ও বন্যায় বেশ কয়েকটি বাড়িঘর ও রাস্তাঘাট ভেসে যায়। ওই ঘটনায় অন্তত ১৫ জন মারা যান। এর আগের মাসেও একই প্রদেশে ভূমিধসে ২০ জনের মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *