রাতের আঁধারে ১০ হাজার কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ২৫ কৃষকের অন্তত ১০ হাজার কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শনিবার (৬ জুলাই) ভোররাতে উপজেলার যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, রইচ কমান্ডারের লোকজন এই ফসল নষ্ট করে দিয়েছে। আমাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে।

তাই বলে ফসল নষ্ট করবে। এর উপযুক্ত শাস্তি চাই। স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে যুগীপাড়া গ্রামের সামাজিক মাতুব্বর আব্দুল হান্নানের সাথে রইচ উদ্দিন কমান্ডারের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গত ভোরে রইচ কমান্ডারের লোকজনেরা আব্দুল হান্নানের অনুসারী শাহিন আলম, রেজাউল করিম, কামরুল ইসলামসহ ২৫ কৃষকের অন্তত ১০ হাজার ধরন্ত কলাগাছ কেটে দেয়।

ভুক্তভোগী কৃষক শাহীন আলম, রেজাউল করিম ও কামরুল ইসলাম বলেন, ‘সকালে মাঠে এসে দেখি আমাদের জমির কলাগাছ কেটে ফেলে রেখে গেছে। গাছে কাদি আসা শুরু করেছিল। আমাদের অন্তত ১০ হাজার কলাগাছ কেটে দিয়েছে। সামাজিক দ্বন্দ্বের কারণে আমরা সবকিছু হারিয়ে ফেললাম।

আমরা এর বিচার চাই। এ অভিযোগের বিষয়ে জানতে সামাজিক মাতুব্বর রইচ উদ্দিন কমান্ডারের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এমনকি সরেজমিন তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

স্থানীয় মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন, ‘আমি অনেক চেষ্টা করেও যুগিপাড়া গ্রামের সামাজিক দ্বন্দ্ব মেটাতে পারি নাই। একের পর এক কৃষকের বিভিন্ন ফসল কেটে বিনষ্ট করছে তারা।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগি কৃষকেরা লিখিত অভিযোগ দিলে দায়ীদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শৈলকুপার সামাজিক সহিংসতা নিরসনে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *