চালু হচ্ছে ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট

আগামী জুলাইয়ে ঢাকা-বেইজিং রুটে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের যৌথ গবেষণা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

এ চুক্তির ফলে দুই দেশের যৌথ গবেষণা স্মার্ট বাংলাদেশ গড়তে আরও বেশি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘অবকাঠামোসহ নানা খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন।’ এ সময় চলতি মৌসুমে বাংলাদেশ থেকে আম আমদানি করার কথাও জানান ইয়াও ওয়েন৷

বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল জব্বার খান, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সভাপতি খ চ্যাংলিয়াং, বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরসহ শিক্ষক-শিক্ষার্থীরা৷

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *