ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়েছে।
সভায় ইউএনও এরশাদুল আহমেদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, চেয়ারম্যান এস এম আকরাম হোসেন,চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাইমা তাবাছুম শা,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাসানুল হোসাইন, কৃষি কর্মকর্তা জেসমিন জাহান,সমাজ সেবা কর্মকর্তা অসিম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নকে ধরে রাখতে সকলের প্রতি আহবান জানান।