ভালুকায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধান বিচারপতি
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি || ১০:৫৩ অপরাহ্ণ ॥ সেপ্টেম্বর ২৯, ২০২৩
ময়মনসিংহের ভালুকায় শুক্রবার(২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও স্থানীয় আওয়ামী লীগের মাধ্যমে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
একে একে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়া (পি পি এম),ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে
নিয়োগ পাওয়া বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ডা. আখলাকুল হোসাইন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি গণপরিষদের সদস্য হিসেবে স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান রচনায় সক্রিয় অংশগ্রহণ করেন এবং তাতে স্বাক্ষর করেন।