ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড় সদর উপজেলা যুব জাগপার নতুন কমিটি গঠিত

পঞ্চগড় প্রতিনিধি || ৮:৪৬ অপরাহ্ণ ॥ সেপ্টেম্বর ২৯, ২০২৩

আসমত উল্লাকে সভাপতি ও সপিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় সদর উপজেলা যুব জাগপা’র ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার বকুলতলাস্থ জেলা কার্যালয়ে সদর উপজেলা যুব জাগপার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হলেও সভাপতি পদে দুইজন প্রার্থী থাকায় গোপন ব্যালটের মাধ্যমে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে রাতে সভাপতি পদে আসমত উল্লাকে বিজয়ী করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রীয় যুব জাগপার সহ সভাপতি শাহরিয়ার আলম বিপ্লব। নির্বাচনে সদর উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার যুব জাগপার ডেলিগেটসরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলন পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পঞ্চগড় জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী। নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী। এ সময় সদর উপজেলা সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, আব্দুল খালেক, জেলা যুব জাগপা’র নেতা কামরুজ্জামান কুয়েত, খোকন, মহব্বত, মোকসেদ, বিপুল, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিম, এরশাদ উপস্থিত ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ভার্চুয়াল যুক্ত হন কেন্দ্রীয় যুব জাগপা’র সভাপতি নজরুল ইসলাম বাবলু।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক