শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম সোমবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ লেদন মিয়া ওরফে আব্দুর রহমান (৫০) কে গ্রেফতার করে। সে পাচাউন এলাকার দুদু মিয়ার ছেলে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে আজ মঙ্গলবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।