“সেবা ও উন্নতির রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার“ এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে ।
দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের করা হয় ।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলী,ধীতপুর ইউপি চেয়ারম্যান লুতফর রহমান, ভারাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশাহ, উপজেলা প্রকৌশলী মাফুজুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তাগণ বর্তমান সরকারের উন্নয়নের দিক তুলে ধরে আলোচনা করেন ।