ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নড়াইলের নড়াগাতীতে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠান

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: || ৬:১৭ অপরাহ্ণ ॥ আগস্ট ৩১, ২০২৩

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গণভোজ, শোক র‌্যালি ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকালে নড়াগাতী থানার ৬টি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নড়াগাতি কাঁচারীবাড়ী মাঠে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় যুবলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন।
নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু মোল্যার সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বঙ্গবন্ধু তৃণমুল পরিষদের সভাপতি খাজা মিয়া, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মফিজুল হক, কেন্দ্রীয় যুবলীগ নেতা নাদিম মাহমুদ, বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুন্নু শেখ, জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীসহ নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের বিপুল কয়েক হািজার নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

কেন্দ্রিয় যুবলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা বর্বরোচিত হত্যকান্ড ঘটিয়েছিলো, তাদের মধ্যে যাদের ফাঁসির রায় এখনো কার্যকর হয়নি ,তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে এ রায় কার্যকর করতে হবে। স্বৈরাচারী জিয়াউর রহমান নিজের ক্ষমতার অপব্যবহার করে জোর করে ক্ষমতায় এসেছিলেন, সেই ১৫ আগস্টের ষড়যন্ত্রকারী স্বৈরাচারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচারসহ একুশে আগষ্ঠ এর হামলাকারীদের দ্রæত বিচারের দাবি জানান।
তিনি আরোও বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ধরণের ষড়যন্ত্র চলছে। আগষ্ট মাসের শোককে শক্তিতে রূপান্তরিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীলীগ সরকারকে আগামীতে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের জোরালো ভাবে কাজ করতে হবে। আর আগামী সংসদ নির্বাচনে নিজেই নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতার ঘোষনা দিয়ে বলেন নৌকা প্রতিকে নমিনেশন যাকেই দেয়া হোক না কেন, সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতিককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শাহাদত বরণকারীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com