জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড় পৌরসভায় মিলাদ ও দোয়া মাহফিল

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান বলেছেন, বঙ্গবন্ধুর রাজনীতির মূল লক্ষ্য ছিল গরিব-দুঃখি মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো। তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি সুখি সমৃদ্ধ আত্মনির্ভরশীল দেশ গঠন করতে চেয়েছিলেন। কিন্তু খুনিরা তাকে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেননি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলা গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, কাউন্সিলর সফিকুল ইসলাম, মোস্তফা কামাল মিলন, লুৎফর রহমান, সাইদুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর এলিনা আকতার বক্তব্য দেন।
পরে ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *