নীলফামারী জেলায় খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ
ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৫:৫৮ অপরাহ্ণ ॥ আগস্ট ২৫, ২০২৩
আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নীলফামারী জেলা নির্বাচন অফিস । ওই প্রস্তুতির অংশ হিসেবে নীলফামারী জেলার ৪টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বেড়েছে ভোট কেন্দ্র এবং ভোট কক্ষের সংখ্যা।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার এ চারটি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৫শ ৯টি। আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ৫শ ৬৩টি। গতবারের চেয়ে ভোট কেন্দ্র বেড়েছে ৫২টি। গত একাদশ সংসদ নির্বাচনে ভোট কক্ষ ছিল ২ হাজার ৬শ ৪৮টি। এবার তা বেড়ে হয়েছে ৩ হাজার ৪শ ৬০টি। নতুন ভোট কক্ষ বেড়েছে ৮১২টি।
সুত্র মতে, ইসির ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী এটি করা হয়েছে। এতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কমিটি গঠন করেন। ওই গঠিত কমিটি সংশ্লিষ্টদের নিয়ে নির্বাচনী এলাকা সরেজমিন পরিদর্শন করে ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা প্রস্তুত করেন।
ভোট কেন্দ্র ও ভোট কক্ষ বাড়ানোর অন্যতম কারণ হচ্ছে প্রতিটি সংসদীয় আসনে নতুন ভোটার সংখ্যা বেড়েছে। ফলে ভোট কেন্দ্র ও ভোট কক্ষ বাড়ানো হয়েছে।
গত জাতীয় নির্বাচনে চারটি আসনে ভোটার ছিল ১২ লাখ ৯২ হাজার ৪শ ৪০ জন। এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৩শ ৫২ জন।
সুত্র জানায়,খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত খসড়া তালিকার ওপর দাবি আপত্তি নেওয়ার শেষ সময় ৩১ আগস্ট, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ হবে ১১ সেপ্টেম্বর এবং ১৭ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে জেলায় ৫২ টির মত ভোট কেন্দ্র বেড়েছে।