পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ || ৪:২৮ অপরাহ্ণ ॥ আগস্ট ২৪, ২০২৩
পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, রাফেজা খানম, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মাদ, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রভাষক আছাবুর রহমান শিমুল, আব্দুল খালেক, আব্দুর রশীদ গাজী, আলতাপ হোসেন গাজী, আক্তার হোসেন গোলদার, রাশেদুল ইসলাম, আমজাদ হোসেন, বিদ্যুৎ কুমার ও ঠিকাদার আলহাজ¦ শেখ ফজলুর রহমান। উল্লেখ্য, কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারী প্রকল্পের আওতায়, বিশ^ ব্যাংকের অর্থায়নে পৌরসভার ৩নং ওয়ার্ডের সরল গ্রামের অজিয়ার রহমানের বাড়ী হতে বান্দিকাটী প্রয়াত কাউন্সিলর লতিফ সরদারের রাইচ মিল পর্যন্ত ২৯ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে ড্রেন সহ ১৭০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জারানা এন্টারপ্রাইজ। নির্মাণকাজ বাস্তবায়ন করছে পাইকগাছা পৌরসভা। এই সড়কটি আরসিসিকরণ করায় ওয়ার্ডের শান্তির মোড় থেকে ঘোষাল বান্দিকাটী প্রাথমিক বিদ্যালয় এবং সরল বাজার হতে সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরকত গাজীর বাড়ী হতে ঈমান উদ্দীন গাজীর বাড়ী পর্যন্ত আরসিসি’র রাস্তার সঙ্গে সংযুক্ত হওয়ায় আমুল পরিবর্তন এসেছে এলাকার যোগাযোগ ব্যবস্থায়। দীর্ঘদিন অবহেলিত রাস্তাটি নির্মাণ করায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু, মেয়র সেলিম জাহাঙ্গীর ও কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।