ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু দÐপ্রাপ্ত জামায়াত ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ভোলার বিভিন্ন উপজেলার ৪ ইউনিয়নের ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বহিষ্কৃতরা হলেন-ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তন্ময় হাসান রিয়াদ মীর, একই উপজেলার কাচিয়া ইউনিয়নের সভাপতি পিকুরুল ইসলাম বাহার, তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ শাখার সভাপতি খান মোহাম্মদ ইব্রাহীম, ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ছাত্রলীগ কর্মী মিরাজ আফসার ও দৌলতখান উপজেলার আবু আবদুল্লাহ্ কলেজ শাখার সাধারণ সম্পাদক আমির খসরু।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ জানান, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে সাময়িক ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অনুরোধ করা হয়েছে।
এ নিয়ে ভোলায় বিভিন্ন উপজেলায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মোট ৯ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করা হলো।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com