বাউফলে নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি || ৬:০৮ অপরাহ্ণ ॥ আগস্ট ২৩, ২০২৩
পটুয়াখালীর বাউফলে কাছিপাড়া ইউনিয়নের হাজিপুর গ্রামের গোপালিয়া বাজার এলাকায় নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে স্বাধীনতার পদকপ্রাপ্ত বীর উত্তম মরহুম শামসুল হক তালুকদারের ছেলে, এভিআর গ্রæপের মালিক, আগামী জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাসীব আলম তালুকদারের পক্ষ থেকে ভাঙ্গন কবলিত ২০ পরিবারের মাঝে ২৫ কেজি চাল,২ লিটার সয়াবিন তৈল,৫ কেজি আলু,২ কেজি পিঁয়াজ,২ কেজি মুশর ডাল, আদা কেজি রোশন, ১ প্যাকেট লবন,২৫০ গ্রাম হলুদের গুড়া,আদা কেজি মরিচের গুড়া,আদা কেজি সুকনা মরিচ,২টি সাবান,৬টি মোমবাতি ও ১ কেজি মুড়ি বিতরণ করা হয়।