ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

কাহালুতে মিটার চোর চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৬:১৪ অপরাহ্ণ ॥ আগস্ট ২৩, ২০২৩

কাহালু থানা পুলিশ গত বুধবার ভোররাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে মিটার খোলার সরঞ্জামসহ গ্রেফতার করেন।
গ্রেফতাকৃতরা হলো, বগুড়ার কাহালু উপজেলার, কালাই পিলকুঞ্জ চকপাড়ার রেজাউল করিমের পুত্র সোহেল রানা (২২), একই উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা উত্তর পাড়ার মৃত রমজান আলীর ছেলে আলী আজম (৩৩) ও বগুড়া সদরের নিশিন্দারা এলাকার মৃত আব্দুল গণির ছেলে মিলন সরদার (৪২)। থানা সূত্রে জানাগেছে গ্রেতারকৃতরা আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেতারকৃতদের নিকট হতে পুলিশ ৩ টি ¯øাইরেঞ্চ, ৪ টি রেঞ্চ,১ টি তার কাটার প্লাস, ২ টি নাট খোলার মার্তুল, একটি প্লাষ্টিকের পাইপ ও ৫ টি হ্যক্্র বেøডসহ একটি ফের্ম। এব্যাপারে কাহালু থানায় একটি মামলা করা হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com