শ্রীমঙ্গলে জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৬:০২ অপরাহ্ণ ॥ আগস্ট ১৫, ২০২৩
শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে স্বাধীনতার মহান স্হপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত আজ মঙ্গলবার সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্হাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর প্রমুখ।
এর পর পরই শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, আনসার, ফায়ার সার্ভিস, অফিসার্স ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, ইনার হুইল ক্লাব, পল হ্যারিস রোটারী স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ স্কুল, শাহ মোস্তফা স্কুল, ভিক্টোরিয়া স্কুল, পল্লী বিদ্যুৎ, গাউছিয়া মাদ্রাসা, জালালাবাদ গ্যাস, চা জনগোষ্ঠি আদিবাসী ফ্রন্ট, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রী বৃন্দসহ হাজারো মানুষ শ্রীমঙ্গল উপজেলা পরিষদে বঙ্গবন্ধু’র ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, বিএমএ’র সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
পরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৭ জন যুবক ও যুব-নারীর মাঝে ২ লাখ ৯০ হাজার টাকার চেক, সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার, কিডনি, প্যারালাইসিস, লিভার সিরোসিস রোগে আক্রান্ত ৬ জনকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ টাকার চেক বিতরন করা হয়। এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে ৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার বিতরন করা হয়।