ময়মনসিংহের ভালুকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি পালন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদসদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভালুকা পৌরমেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ময়মনসিংহ জেলা আ’লীগ নেতা এম এ ওয়াহেদ, ভালুকা উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট শওকত আলী,সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, ভাইসচেয়াম্যন রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সোমাইয়া আক্তার , ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন,উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবীব মহন,ভালুকা আঞ্চলিক সভাপতি নজরুল ইসলাম সরকার,সম্পাদক ইব্রাহিম খলিল,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সম্পাদক কেবিএম আসাদুজ্জামান সানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন,সম্পাদক অনিক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।