ময়মনসিংহের ভালুকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৩আগস্ট) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুুষ্ঠত হয়।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি যথা মর্যাদায় পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভালুকা মডেল থানা ওসি(তদন্ত) জাহাঙ্গীর আলম সহ বীর মুক্তেযোদ্ধা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।