বকশীগঞ্জে সি.জি গ্রুপ মাসিক সমন্বয় ও অগ্রগতি পর্যালোচনা সভা এবং পুষ্টিদানা বিতরণ
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি || ৩:৫৯ অপরাহ্ণ ॥ আগস্ট ১২, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি ক্লিনিক সি.জি গ্রুপ মাসিক সমন্বয় ও অগগ্রতি পর্যালোচনা সভা এবং গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিদানা বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট ) দুপুরে নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে সমন্বয় সভা ও পুষ্টিদানা বিতরণ করা হয়।
নতুন বাঁশকান্দা কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম লিচুর সভাপতিত্বে এসময় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।
অত্র ক্লিনিকের সিএইচসিপি আক্কাস আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যানবিদ আব্বাস আলী, জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক হারুন অর রশিদ, মনির হোসেন, উপজেলা আওয়ামী রীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, ইদ্রিস আলী, ফকরুজ্জামান, রেবু, মোয়াজ্জেম হোসেন বসাক প্রমুখ।
পরে চারজন গর্ভবতী মায়ের মাঝে পুষ্টিদানা বিতরণ করা হয়।