পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান দিয়েছে ইনক

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান দিয়েছে পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ইউএসএ (ইনক)। গতকাল শুক্রবার স্থানীয় চেম্বার মিলনায়তনে এ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ প্রধান অতিথি হিসেবে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অর্থ ও সনদপত্র তুলে দেন। এ সময় পঞ্চগড় চেম্বারের পরিচালক রেজাউল করিম রেজা, এটিএম কামরুজ্জামান শাহানশাহ, আব্দুস সামাদ পুলক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ই্উএসএ’র সাধারণ সম্পাদক রেজাবিন হায়াৎ রেজা, ইঞ্জিনিয়ার সিফাত চৌধুরী, শিক্ষক রাজিউর রহমান রাজু প্রমুখ বক্তব্য দেন। পরে অতিথিবৃন্দ পঞ্চগড় জেলার ১০ জন দরিদ্র মেধাবী কৃতি শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ^বিদ্যালয়, বুয়েট ও কলেজে ভর্তি হয়েছে তাদের প্রেেত্যকের হাতে ১০ হাজার টাকা ও একটি করে সনদপত্র প্রদান করেন। উল্লেখ্য, আমেরিকার ন্উিইয়র্কে বসবাসরত প্রবাসীদের এই সংগঠনটি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা, জটিল রোগীদের আর্থিক সহযোগিতা, করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা, অক্সিজেন সরবরাহ, নৌকাডুবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতাসহ জেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *