দেবীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি || ৬:২৩ অপরাহ্ণ ॥ আগস্ট ১০, ২০২৩
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিএমজেড’র অর্থায়নে এবং নেটজ বাংলাদেশ’র সহযোগিতায় মানব কল্যাণ পরিষদ-এমকেপি যুক্ত প্রকল্পের নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন এমকেপি’র যুক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর বিলকিস বেগম, ইউপি সদস্য মৌলদা বেগম, নাসরিক বেগম ও রশিদুল ইসলাম, এফএফ শেফালী আক্তার, গোলাম রব্বানী এবং মনোয়ারা পারভীন। আলোচনা সভা শেষে উপস্থিত সকল আদিবাসীর মাঝে একটি করে ফলের চারা বিতরণ করা হয়।