ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১৬২ ভুমিহীন পরিবার

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৬:১২ অপরাহ্ণ ॥ আগস্ট ৯, ২০২৩

শ্রীমঙ্গলে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১৬২ ভ‚মিহীন ও গৃহহীন পরিবার।

বুধবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২২ হাজার ১০১ টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের পর শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে ১৬২ গৃহহীন পরিবারের মাঝে জমির কাগজপত্র ও সনদ তুলে দেয়া হয়।

শ্রীমঙ্গলে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভ‚মি) স›দ্বীপ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভ‚মি) স›দ্বীপ তালুকদার জানান, ‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভ‚মিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণের কর্মসূচি হাতে নেয়া হয়। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় শ্রীমঙ্গল উপজেলায় ‘ক’ শ্রেণীর সর্বশেষ হালনাগাদ ৯৬০টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের জন্য নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় ১ম পর্যায়ে মোট ৩০০টি, ২য় পর্যায়ে ৩০০টি, ৩য় পর্যায়ে ৫০টিসহ মোট ৬৫০টি ‘ক’ শ্রেণীর ভ‚মিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন করা হয়। বর্তমানে ৪র্থ পর্যায়ে ৩১০টি ঘরের জন্য বরাদ্দ পাওয়া যায় এবং চতুর্থ পর্যায়ের ১ম ধাপে ১৪৮টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে।

বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২২ হাজার ১০১টি গৃহ উদ্বোধনের পর ৪র্থ পর্যায়ের ২য় ধাপে শ্রীমঙ্গল উপজেলার ১৬২টি ভ‚মিহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয় এবং এর মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার মোট ৯৬০টি ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসন সম্পন্ন হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com